![]() |
"পদ্মাসেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদের নামে মামলা | সময় সংবাদ" |
নিজস্ব প্রতিবেদক
পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ নামের সেই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মামলায় বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।
আরো পড়ুন> পদ্মাসেতু জাতীয় সম্পদ, বিরোধিতাকারীরা জাতির শত্রু: হাইকোর্ট
তিনি জানান, পদ্মাসেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
এর আগে, রোববার বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে।