নাটোরে ২টি আগ্নেয় অস্ত্রসহ ১জনকে আটক করেছে র‌্যাব-৫ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

নাটোরে ২টি আগ্নেয় অস্ত্রসহ ১জনকে আটক করেছে র‌্যাব-৫ | সময় সংবাদ

নাটোরে  ২টি আগ্নেয় অস্ত্রসহ ১জনকে আটক করেছে র‌্যাব-৫ | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি:

রাজশাহী বিভাগের নাটোর জেলা থেকে ২টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগজিনসহ ১জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)। আটককৃত ব্যাক্তি রাজশাহীর শাহমুখদম থানাধীন আলিফ মিম ভাটারমোড় এলাকার কেতব আলীর ছেলে রজন আলী (২৩)। 


র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, বুধবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে বানেশ্বর হতে বাস যোগে ০১জন ব্যক্তি অবৈধ দ্রব্য নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়া হয়েছে। 


ওই সূত্রধরে নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাসে চেকপোষ্ট স্থাপন করে যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। তল্লাশী পরিচালনা কারার সময় মেহেদী পরিবহন থেকে সন্দেহভাজন ০১ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের সংগ্রহকৃত তথ্যমতে আটককৃত ব্যাক্তিকে তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন-০২টি, ২রাউন্ড গুলিসহ অভিযুক্তকে আটক করা হয়।


 আসামীর বিরুদ্ধে নাটোর সদর থানায় অস্ত্র মামালা ১৮৭৮ এর১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছ র‌্যাব-৫।


Post Top Ad

Responsive Ads Here