
"ওয়ান নাইট স্ট্যান্ডের জের, গর্ভপাতের মাধ্যমে এক রাতের খেসারত দেন অভিনেত্রী | সময় সংবাদ"
বিনোদন ডেস্ক
বলিউডের পরিচিত মুখ কুবরা সৈত। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রাখঢাকহীন অভিনেত্রী। এর আগে মাত্র ১৭ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছিলেন ‘সেক্রেড গেমস’ খ্যাত কুবরা, আর এবার জানালেন অজানা সঙ্গীর সঙ্গে এক রাতের দুষ্টুমির জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি।
সম্প্রতি লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন কুবরা। আর জীবনের এই সব বিতর্কিত দিকের কথাই মলাটবন্দি করেছেন ‘ওপেন বুক’-এ।
এই বইয়ের পাতায় তার মেয়েবেলা, বেঙ্গালুরুতে বেড়ে ওঠবার দিন, শরীর নিয়ে কটাক্ষের কথা তুলে ধরেছেন। বইয়ের একটি চ্যাপ্টারের শিরোনাম- আমি মা হতে তৈরি ছিলাম না। এই অংশেই তিনি তুলে ধরেছেন কেমনভাবে ওয়ান নাইট স্ট্যান্ডের জেরে গর্ভবতী হয়ে পড়েছিলেন অভিনেত্রী, পরে গর্ভপাতের সিদ্ধান্ত নেন তিনি।
২০১৩ সালে আন্দামানে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। তখন তার বয়স ৩০। স্কুবা ডাইভিং-এর পর তিনি মদ্যপান করেন। এরপর এক বন্ধুর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েন। কিছুদিন পর তার প্রেগন্যান্সি রিপোর্ট পজেটিভ আসে।
অভিনেত্রী জানান, এক সপ্তাহ পর আমি গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি তৈরি ছিলাম না। আমি এইভাবে আমার জীবনটা পরিকল্পনা করিনি। ওটা সঠিক সময় ছিল না। আমি সত্যি বুঝিনা এই চাপের ব্যাপারটা, যে মেয়েদের ২৩-এ বিয়ে করতে হবে আর ৩০-এর আগে সন্তান ধারণ করতে হবে। যেন কোনো অদৃশ্য বই রয়েছে যেখানে এই নিয়মগুলো লেখা রয়েছে।
দৃপ্ত কন্ঠে কুবরা জানান, কোনো আফসোস নেই আমার এই গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে।
