আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ | সময় সংবাদ

"আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ | সময় সংবাদ"

 

নিজস্ব প্রতিবেদক


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে আফগানিস্তানে ভূমিকম্পে সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবিলায় জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।


মঙ্গলবার ভোরে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান ‘সি-১৩০ জে’- খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রাণ সামগ্রী পাঠানো হয়।


বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান।


গত ২২ জুন আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সহস্রাধিক আফগান নিহত, প্রায় দুই হাজারের বেশি মানুষ আহত ও কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। 


এ অবস্থায় বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে ভূমিকম্পে সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আফগানিস্তানের জনগণের জন্য সামর্থ্য অনুযায়ী জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়।






Post Top Ad

Responsive Ads Here