আলিয়াবাদ ইউনিয়নে ইএএলজি প্রকল্পের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৩, ২০২২

আলিয়াবাদ ইউনিয়নে ইএএলজি প্রকল্পের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভা | সময় সংবাদ

আলিয়াবাদ ইউনিয়নে ইএএলজি প্রকল্পের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভা | সময় সংবাদ


মোঃরিফাত ইসলাম:

স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায়, ইউনিয়ন পর্যায়ে ইএএলজি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৩ জুলাই) রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 


আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইএএলজি প্রকল্পের জাতীয় উপ-প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের (ইউপি শাখা) সিনিয়র সহকারি সচিব  জেসমীন প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।


সভায় কার্যকর ও জবাদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায়, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, পরিষদের বিভিন্ন মেয়াদী পরিকল্পনা, লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইএএলজির সহযোগিতায় ইউনিয়ন পরিষদের আর্থসামাজিক জরিপ পরিচালনা, কর মূল্যায়ন ও আদায় অগ্রগতি এবং উদ্ভাবিত সমস্যা-সমাধান  নিয়ে আলোচনা হয়।



সভায় চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জানান, ইএএলজি প্রকল্পের সহযোগিতার কারণে ইউনিয়ন পরিষদে নিয়মিত ওয়ার্ড সভা আয়োজন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, গণশুনানি, উন্মুক্ত বাজেট সভা, ওয়ার্ড সভা, ইউপি বরাদ্দের অর্থের সুষ্ঠু বণ্টন, পরিষদের কর আদায় ও তথ্য উন্মুক্ত রাখাসহ স্থানীয় সরকার বিষয়ক সব নীতিমালাই বাস্তবায়ন হচ্ছে।


 এসব কর্মসূচির কারণে ইউনিয়ন পরিষদগুলোতে সেবার মানের পরিবর্তন এসেছে। এছাড়া ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট স্থায়ী কমিটি এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠান করে বাজেট ঘোষণা করা হয়। ইএএলজির সহযোগিতায় কর মূল্যায়ন ও ধার্য্য  করার কারণে আগের চেয়ে বেশী টাকা আদায় করা সম্ভব হচ্ছে।


সভায় স্থানীয় সাধারণ নাগরিকরা জানান, ইএএলজি প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় নাগরিকরা পরিষদ কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। এছাড়া ইউনিয়নের অবহেলিত এলাকায় উন্নয়নের মাধ্যমে জনগণের চাহিদা পূরণে পরিষদ বিশেষ ভূমিকা পালন করছে। এই উন্নয়ন বাস্তবায়ন হয়েছে শুধু স্থানীয় সরকার বিভাগের ইএএলজি প্রকল্প পরিচালিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। এসব কাজের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ছে বলে ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান।


সভায় ইউনিয়ন পরিষদের কর্মরত সচিব, সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here