ফরিদপুরে এলজিএসপি-৩ প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

ফরিদপুরে এলজিএসপি-৩ প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের

 


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে এলজিএসপি-৩ প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের একটি দল। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের এলজিএসপি-৩ প্রকল্পের গ্রামীন রাস্তা ও একটি হাটের মৎস বিক্রেতাদের জন্য নির্মিত শেড পরিদর্শন করেন তারা।  


বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার এন্ড সিনিয়র নগর বিশেষজ্ঞ সেনওয়া ওয়াং এর নেতৃত্বে এসব প্রকল্প পরিদর্শন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক(যুগ্ম সচিব) এনামলু হাবিব, ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আসলাম মোল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, বিশ্ব ব্যাংকের কো-টাস্ক টিম লিডার এন্ড নগর বিশেষজ্ঞ ইশিতা আলম এবনি, কনসালটেন্ট মোঃ আকরাম উল আজিজ, শান্তুনু লাহিড়ী, জিনিয়া সুলতানা, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন প্রমূখ। 


পরিদর্শন শেষে তারা কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সভাপতিত্বে এক সভায় মিলিত হন। এসময় তারা এলজিএসপি-৩ প্রকল্পের সাথে ইউনিয়নে জড়িত ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কথা শোনেন এবং ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের গ্রামীন কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন আগত প্রতিনিধি দল। এরআগে তারা ইউনিয়নে অবস্থিত রনকাইল চাপাই বিল এলাকার মৎস অভয়ারন্য বিলটি ঘুরে দেখেন। 


তারা এসময় এলজিএসপি প্রকল্পটি দেশের অবকাটামোগত উন্নয়নে আরো বেশি করে বাড়ানো যায় সেই বিষয়ে কাজ করবেন বলে সাংবাদিকদের জানান।

Post Top Ad

Responsive Ads Here