আদমদীঘিতে ডাকাত চক্রের ছয় সদস্য গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২১, ২০২২

আদমদীঘিতে ডাকাত চক্রের ছয় সদস্য গ্রেফতার | সময় সংবাদ

আদমদীঘিতে ডাকাত চক্রের ছয় সদস্য গ্রেফতার | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্ততি কালে একটি সিএনজিসহ ডাকাত চক্রের ৬জন সদসকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ আগষ্ট শনিবার রাত ৩টায় আদমদীঘির সান্তাহার-রানীনগর সড়কের মালশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 


গ্রেফতারকুতরা হলো, নওগাঁ সদরের চকরাম চন্দ্রপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে বুলবুল (৩৪), আব্দুর রশিদের ছেলে হাসান (২৬ূ), আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের ফাইজুদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন (২৬), মানিক সরদারের ছেলে সেন্টু সরদার (৩৫), তালেব মন্ডলের ছেলে রেজাউল ইসলাম (২৬) ও মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের মসতুল মন্ডলের ছেলে মুকুল মন্ডল (৫০)। এসময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী, ৬টি মোবাইল ফোন, চাপাতি, হাতুরি, লাঠি, রশি, ৪টি সার্জিকাল মাক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম সংবাদ সম্মেলনে জানান, গত শনিবার দিবাগত রাত ৩ টায় আদমদীঘির সান্তাহার-রানীনগর সড়কের মালশন মোড় পাকা রাস্তায় সিএনজি থামিয়ে যাত্রী বেশে ডাকাতি প্রস্ততি নেয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত্রি কালিন ডিউটিরত পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত সিএনজি আটক করে যাত্রী বেশে থাকা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ডাকাতি সংঘটিত করার সরঞ্জাম উদ্ধার ও তাদের ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে। 


গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তার যাত্রী বেশে বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করতো বলে পুলিশকে জানায়।



Post Top Ad

Responsive Ads Here