লক্ষ্মীপুরে লিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের নতুন কমিটি গঠন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২১, ২০২২

লক্ষ্মীপুরে লিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের নতুন কমিটি গঠন | সময় সংবাদ

 

লক্ষ্মীপুরে লিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের নতুন কমিটি গঠন | সময় সংবাদ

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা কাঞ্চনী বাজারে সামাজিক প্রতিষ্ঠান লিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের ১৯/০৮/২০২২ইং রোজ শুক্রবার নতুন কমিটি গঠন করা হয়েছে।


লক্ষ্মীপুর সদর উপজেলা ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঞ্চনী বাজারে সামাজিক প্রতিষ্ঠান লিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার এর নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়া অএ প্রতিষ্ঠানের সংবিধান মোতাবেক  সদস্যগণ পদত্যাগ পত্র জমা দেন। 


নির্বাচনের পূর্বে পাঠাগারের উপদেষ্টা আবদুল মান্নান শিপনকে প্রদান নির্বাচন কমিশনার ও ডাক্তার নাজির উল্যাকে সহকারী নির্বাচন কমিশনার করা হয়, তারা স্থায়ী সদস্যগণের ভোটের মাধ্যমে ১৯/০৮/২০২২ইং রোজ শুক্রবার নতুন পরিচালনা কমিটি গঠন করেন।


সকালে সদস্যদের উপস্থিতিতে সহকারী নির্বাচন কমিশনার ডা: নাজির উল্যা  এই কমিটি দুই বছরের জন্য ঘোষণা করেন।


নতুন পরিচালনা কমিটি নির্বাচিত হলেনঃ

সভাপতি ওমর ফারুক।সিনিয়র সহ সভাপতি আব্দুজ জাহের সোহেল। সাধারণ সম্পাদক বেলাল মাহমুদ।সহ সভাপতি এনায়েত উল্যা রুবেল।সহ-সাধারন সম্পাদক ওসমান গনি।অর্থ সম্পাদক : নাসির বিন সিরাজ।দপ্তর সম্পাদক : রিজন হোসেন।প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রাজু।সমাজ কল্যাণ সম্পাদক সোলাইমান আহমেদ রুবেল।ছাত্র কল্যাণ সম্পাদক নাজমুল হাসান নিহাদ। শিক্ষা বিষয়ক সম্পাদক আকরাম হোসেন রুবেল। সাহিত্য সম্পাদক কামরুল হাসান।সাংস্কৃতিক সম্পাদক নাঈমুল ইসলাম আসিফ।ক্রিড়া সম্পাদক আশেক এলাহী।তথ্য সম্পাদক সাইফুল ইসলাম নুহান।ধর্ম বিষয়ক সম্পাদক মাহদী হাসান শাওয়ান। মিডিয়া সম্পাদক ফয়সাল হোসেন আশিক।


Post Top Ad

Responsive Ads Here