সাজেকে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৭, ২০২২

সাজেকে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২ | সময় সংবাদ

সাজেকে জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২ | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:

দেশের বৃহত্তর উপজেলা রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ির সাজেক-বাঘাইহাট সড়কে নাঙ্গলমারা ২ নং কালবার্ট এলাকায় কলা বোঝাই জীপ গাড়ী চট্র-গ-৮২৯০ নিয়ন্ত্রণ হারিয়ে কলা ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে দু'জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় সুমন চাকমা নামে আরও এক জন আহত হয়েছে।


১৭ আগস্ট (বুধবার) সকালে উপজেলার মাচালং বাজার থেকে একটি জীপ কলা বোঝাই করে বাঘাইহাট বাজারে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। জীপ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।


জানা যায়, নিহত কলা ব্যবসায়ী ইলিয়াছ হোসেন উপজেলার বঙ্গতলী ইউপিতে ও অনন্ত ত্রিপুরা সাজেক মাচালং এলাকায় বসবাস করেন। এ দূর্ঘটনার পর জীপ  চালক দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়। 


এবিষয়ে সাজেক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীপ নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জীপ চালক পালিয়ে যায়। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


Post Top Ad

Responsive Ads Here