![]() |
সুবর্নচরে বিএনপি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সুবর্নচরে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নজিরবিহীন লোডশেডিং, অব্যবস্থাপনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি সহ পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এর হত্যার প্রতিবাদে ২২ আগস্ট কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চরবাটা খাসের হাট বাজারে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এবিএম জাকারিয়া'র সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় দলনেতা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান।