
"রাঙ্গামাটি সরকারী কলেজে ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের ১৪৪ ধারা জারি | সময় সংবাদ"
/ মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতিনিধি/
রাঙ্গামাটি সরকারী কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে গ্রহনের নিমেত্তে পরীক্ষা কেন্দ্রে স্বাভাবিক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার আগামী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে রাঙ্গামাটি সরকারী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এমতাবস্থায়, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাঙ্গামাটি সরকারী কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা চলাকালীন সময়ে ফৌজদারী কার্যবিধি, ১৮১৯ অনুযায়ী ১৪৪ ধারা বলবৎ থাকবে। ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা পরিচালনার সাথে সর্ম্পকিত নয় এরূপ ব্যক্তিবর্গের চলাচল, সকল প্রকার সমাবেশ, আগ্নেযাস্ত্র বা যে কোন ধরনের মারাত্মক অস্ত্র-শস্ত্র বহন বা কোন প্রকার লাঠি-সোটা বহন, হট্টগোল ও উচ্চ-স্বরে মাইক বাজানো বা চিৎকার করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
