
"আলফাডাঙ্গায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন মোনায়েম খান | সময় সংবাদ"
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন আওয়ামী লীগ নেতা মো. মোনায়েম খান।
রোববার (৪ সেপ্টেম্বর) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পবনবেগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর উন্নয়নে কি কি কাজ করবেন তিনি; সেই বার্তা প্রচার করেছেন। মোনায়েম খান ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবিষয়ে মোনায়েম খান বলেন, 'আমি আওয়ামী পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরতর করে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। সেই ধারা অব্যাহত রেখে গোপালপুর ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাবো। বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে।'
গণসংযোগকালে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন আহমেদ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
