![]() |
বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট | সময় সংবাদ |
খুলনা প্রতিনিধি:
খুলনার বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
তিনি বলেন, দুপুর ১টার দিকে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
বড়বাজারের ব্যবসায়ী শেখ নাছির উদ্দীন বলেন, দুপুরে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে অ্যালুমিনিয়ামের দোকানসহ তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সময়/এনটি