প্রতিমা দেখে ফেরা হলোনা সুমি রানীর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৪, ২০২২

প্রতিমা দেখে ফেরা হলোনা সুমি রানীর | সময় সংবাদ

 

প্রতিমা দেখে ফেরা হলোনা সুমি রানীর | সময় সংবাদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

স্বামী স্ত্রী ও সন্তানসহ মোটরসাইকেল যোগে বিভিন্ন পুজামন্ডবে প্রতিমা দেখে ফেরার পথে মোটরসাইকেল নিযন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে স্ত্রী সুমি রানী মোহন্ত (৩০) নিহত এবং তার স্বামী কাঞ্চন মোহন্ত (৩৮) ও তাদের আড়াই বছর বয়সের শিশুপুত্র সুবর্ণ মোহন্ত গুরুতর আহত হয়েছে। 


আহতদের আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ অক্টোবর সোমবার দিবাগত রাত ৯ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলের কোদবাবুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের বিনয় মোহন্তের ছেলে কাঞ্চন মোহন্ত পল্লী সঞ্চয় ব্যাংক আদমদীঘি শাখায় চাকুরি করেন। চাকুরির সুবাদে তিনি স্ত্রী সন্তান নিয়ে উপজেলা সদরের তালসন পালপাড়া ভাড়া বাসায় থাকতেন। 


গত সোমবার বিকেলে কাঞ্চন মোহন্ত তার স্ত্রী সুমি রানী মোহন্ত ও আড়াই বছরের ছেলে সুবর্ণকে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলা বিভিন্ন পুজামন্ডবে প্রতিমা দর্শন করে রাতে ভাড়া বাসায় ফিরছিলেন। রাত ৯টায় উল্লেখিত স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে কাঞ্চন মোহন্তসহ সকলে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমি রানীকে মৃত ঘোষনা করেন। 


অপর গুরুতর আহত কাঞ্চন ও তার ছোট ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম দুর্ঘটনা নিহত নিশ্চিত করে বলেন মরদেহ পরিবারের নিকট হস্তান্তার করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here