ফরিদপুর অফিস :
ফরিদপুরের সদর উপজেলার এগারোটি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ইউপি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত অবধি চলছে প্রচার-প্রচারণা। এসব প্রচারণায় অংশ নিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীরা। পুরুষ প্রার্থীদের সাথে সমান তালে অংশ নিচ্ছে নারী প্রার্থীরাও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন গুলোতে দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন পুরুষ ও নারী প্রার্থীরা। তাদের সাথে নারী ভোটাররা ভোট চাচ্ছেন বাড়িতে বাড়িতে গিয়ে। এছাড়াও চেয়ারম্যান প্রার্থীরাও ব্যাপক গণসংযোগ করছেন ইউনিয়নে।
এ ব্যাপারে ঈশান গোপালপুর ইউনিয়নের ভোটার শাহ আলম জানান, ঈদের উৎসবের মতো নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। এসব প্রচার প্রচারণায় তিনি প্রার্থীদের সাথে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন। তিনি বলেন, ভোট আসলে ধর্মের ব্যবহার শুরু হয়। ধর্মের কথা মিথ্যা ভাবে ছড়িয়ে দিয়ে ভোটকে প্রবাহিত করার চেষ্টা করা হয়। বিভিন্নভাবে প্রার্থীকে হেনস্থা করা হয় ধর্মের ব্যবহার দিয়ে। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে প্রার্থীদের কে হেয় প্রতিপন্ন করা হয়। এগুলো সমাধান জরুরী বলেও তিনি মনে করেন।
মুনসুর নামে এক ভোটার জানান, আগে প্রার্থীরা ভোট চাইতেন বাড়িতে বাড়িতে গিয়ে এখনো চান। তবে ভোটের উৎসব আগের মতন আর নেই বলেও তিনি মনে করেন। এসব ক্ষেত্রে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ ভোট প্রার্থনার সময় ধর্মের অপব্যবহার বন্ধের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন অনেক প্রার্থী অন্য প্রার্থীর জনপ্রিয়তা দেখে হিংসাত্মক ভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ান এগুলো বন্ধ হওয়া জরুরি বলেও মনে করেন তিনি।
প্রচার প্রচারণায় ধর্মকে ব্যবহার না করার দাবি জানিয়েছেন তারা। ধর্মের মিথ্যা অজুহাত তুলে দিয়ে বিভিন্নভাবে একেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা কথা ছড়ান। এগুলো সঠিক নয় বলেও তারা মন্তব্য করেন। ভোট নেওয়ার এইসব অপকৌশল বন্ধ হওয়া দরকার বলেও তারা জানিয়েছেন।
এসব ক্ষেত্রে প্রশাসন এবং নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন বলেও মনে করেন ভোটাররা।