ফরিদপুর প্রতিনিধি :
হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ খায়ের মিয়ার পক্ষ থেকে ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী শিরীন আক্তারের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।
রবিবার দুপুরে শহরের চামিলী জোন শোরুমে তার হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয় হায়াসিন্থ গ্রুপের পক্ষ থেকে।
শিরিন আক্তার সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার ঠান্ডারপার ইউনিয়নের ফুলহারা গ্রামে।
মোঃ খায়ের মিয়া শিরিন আক্তারের পড়াশুনা খরচ সহ বিভিন্ন সময় সহযোগিতা করে আসছেন। এছাড়াও তিনি দেশের অসহায় মানুষের জন্য ব্যাপকভাবে সহযোগিতা করে থাকেন বিভিন্ন সময়ে।