চিনির দাম কমানো হবে রোজার প্রথম সপ্তাহে :বাণিজ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ১৯, ২০২৩

চিনির দাম কমানো হবে রোজার প্রথম সপ্তাহে :বাণিজ্যমন্ত্রী

 

চিনির দাম কমানো হবে রোজার প্রথম সপ্তাহে :বাণিজ্যমন্ত্রী
চিনির দাম কমানো হবে রোজার প্রথম সপ্তাহে :বাণিজ্যমন্ত্রী

সময় সংবাদ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে ৫ টাকা কমানোর অনুরোধ করছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশা করি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে।


রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‌‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা’ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


টিপু মুনশি বলেন, শুল্ক ছাড় দেওয়ার কারণে চিনিতে সাড়ে চার টাকার মতো কমানো যাবে। আমরা ব্যবসায়ীদের পাঁচ টাকা কমানোর অনুরোধ জানালে তারা রাজি হয়। আশা করছি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।


বাণিজ্যমন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার নানাভাবে চেষ্টা করছে। সরকারের কাছে যে মজুত আছে, তাতে কোনোভাবেই দাম বাড়বে না। কেউ বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


তিনি বলেন, আমরা সোমবার থেকে বাজার মনিটরিং করব। শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা পর্যবেক্ষণ করব।


বাণিজ্যমন্ত্রী বলেন, ভয়ের কোনো কারণ নেই। দেশে প্রচুর তেল ও চিনির মজুত রয়েছে। বাজারে কোনোভাবেই সংকট তৈরি হবে না। রমজানে প্রয়োজনীয় দ্রব্যের দেড় গুণ মজুত আছে। তাই দাম বাড়ারও কারণ নেই। 


Post Top Ad

Responsive Ads Here