![]() |
বাঁশখালীতে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে একজন খুন |
মুহাম্মদ আনিসুর রহমান হানিফ,বাঁশখালী উপজেলা প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হেলমেটের আঘাতে মো. কায়সার নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।কায়সার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি পূর্ব রায়ছটা আমান আলী সিকদার বাড়ীর মৃত ওমর আলীর ছেলে।
জানা যায়, স্থানীয় ওমর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে আলম নুরের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার কায়সার চট্টগ্রাম শহর থেকে বাড়িতে আসলে রাত ৮টার দিকে পূর্ব রায়ছড়া ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জমির বিরোধ নিয়ে দুইপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলমেট ও লাঠি দিয়ে পিটিয়ে ওমর আলীর ছেলে মোহাম্মদ কায়সার সিকদারকে জখম করে। এ সময় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কায়সার সিকদারের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মনজুর আলম বাদী হয়ে মামলা করছেন বলে জানা গেছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দিয়েছে।