ফরিদপুরে ডাকাত চক্রের মূল হোতা সহ দুজন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, November 14, 2023

ফরিদপুরে ডাকাত চক্রের মূল হোতা সহ দুজন আটক

 

ফরিদপুরে ডাকাত চক্রের মূল হোতা সহ দুজন আটক
ফরিদপুরে ডাকাত চক্রের মূল হোতা সহ দুজন আটক

মোঃরিফাত ইসলাম:

দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে বেড়ানো একাধিক ডাকাতী ও খুনের মামলার দুই আসামিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।


আটককৃতরা হলেন বরগুনা জেলার মোঃ শাহ আলম আকন ওরফে কালু(৩৫) ও মোঃ আবুল কালাম(৫০)। গতকাল ভাঙ্গা থানার মুনসুরবাদ এলাকার ঢাকা-খুলনা হাইওয়ে রাস্তার উপর থেকে দুপুর পৌনে দুইটার সময় তাদের আটক করা হয়। 


এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, প্রায় ৩০ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। 


এ বিষয়ে ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গত ১২ ই নভেম্বর বিকাল পৌনে ৫টার সময় ৬ জন ডাকাত ফরিদপুরের ভাঙ্গার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে শহিদুল নামে এক যাত্রীকে তাদের মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে উঠায়। এরপর তার হাত পা চোখ বেঁধে তাকে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে তার কাছ থেকে টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তার পরিবারের কাছ থেকে আরো ৪৩ হাজার টাকা নগদ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেই। এ সময় শহিদুলের পরিবারের কাছে আরো পাঁচ লক্ষ টাকা দাবি করলে তারা ফরিদপুরের ভাঙ্গা থানা কে বিষয়টি অবগত করে। 


ভাঙ্গা থানা পুলিশ বিষয়টি জেনে প্রযুক্তি সহায়তার মাধ্যমে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুনসুরবাদ এলাকার চেকপোষ্টের কাছে গাড়ি রেখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে দুই ডাকাতকে আটক করে পুলিশ। 


গ্রেফতারকৃত আসামিরা দেশের বিভিন্ন জেলার হাইওয়েতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের যাত্রী সেজে লোকজনকে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি করতো। তাদের ভিতর খুন ও ডাকাতি সহ আসামি মোহাম্মদ শাহ আলমের নামে ২১ মামলা এবং মোঃ আবুল কালামের নামে ৮টি মামলা রয়েছে। 


পুলিশ এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিধি মতামত বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে।


No comments: