![]() |
চারঘাটে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে একদনি ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ৬ চারঘাট- বাঘার ভোটগ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার জেলা সিনিয়ির নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন বাস্তবায়ন করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার, রাজশাহী ও চারঘাট সহকারী রিটানিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার।
মঙ্গলবার সকাল ১০টার সময় চারঘাট মহিলা কলেজে একদিন ব্যাপী এই প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ। চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাইফুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান পরামানিক।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল জলপনা ও কল্পনার অবসান পরিসমাপ্তি করে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশের জাতিকে উপহার দিতে হবে। ভোটগ্রহনের সময় প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে পালনে অটল থাকতে হবে।
কোন ধরনের অনিয়ম বা ভোটগ্রহন নিয়ে অপব্যাখ্যা বরদাস্ত করা হবে না। ওই দিনে কোন ধরনের দুর্ঘটনার সৃষ্টি হলে তা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। ওই সময় সহকারী কমিশনার (ভুমি) মানজুরা মুশাররফ, চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।