আমার এলাকায় আমার বাইরে কিছু হবে না: এমপি লাবু চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০১, ২০২৪

আমার এলাকায় আমার বাইরে কিছু হবে না: এমপি লাবু চৌধুরী

আমার এলাকায় আমার বাইরে কিছু হবে না: এমপি লাবু চৌধুরী

আমার এলাকায় আমার বাইরে কিছু হবে না: এমপি লাবু চৌধুরী




সালথা (ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, "আমার প্রথম কাজ এই এলাকায় দলবল নির্বিশেষ শান্তি নিশ্চিত করা। আমার পক্ষের কেউ দাঙ্গা কাইজ্যা করলে সে আমার কোন সহযোগিতা পাবে না। দলবল নির্বিশেষে এলাকায় শান্তি নিশ্চিত করাই আমার নির্বাচনী ওয়াদা, আমি সেটাই করব।


বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


লাবু চৌধুরী ফরিদপুর-২ আসনের জনসাধারণের উদ্দেশ্য বলেন, এই এলাকায় আমার বাইরে কিছু হবে না। আমার এলাকায় কাউকে সন্ত্রাসী করতে দিবো না। এই এলাকায় কোন মাদক কারবারি চলবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করে যাবো।


যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ প্রমূখ।



Post Top Ad

Responsive Ads Here