ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরন করতে যেয়ে বিপাকে এমপি প্রার্থী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরন করতে যেয়ে বিপাকে এমপি প্রার্থী

ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরন করতে যেয়ে বিপাকে এমপি প্রার্থী
ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরন করতে যেয়ে বিপাকে এমপি প্রার্থী


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।


খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। তবে পর্যাপ্ত ইলিশ না থাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হট্টগোলের মধ্যে রায়হান জামিল দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি কোনোমতে সেখান থেকে প্রাণে বাঁচেন।


ইলিশ নিতে আসা অনেকে জানান, “আমরা শুনেছিলাম ১০ টাকায় ইলিশ দেওয়া হবে। সকাল থেকে অপেক্ষা করেছি, কিন্তু মাছ পাইনি। উল্টো ধাক্কাধাক্কি আর মারামারি হয়েছে। পরে দেখি প্রার্থী পালিয়ে যাচ্ছেন।”


রায়হান জামিল বলেন, “মানুষের উপকারে ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অস্বাভাবিক ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে আমাকে দ্রুত চলে আসতে হয়।”


সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, আগেই রায়হান জামিলকে এ ধরনের কর্মসূচি না করার জন্য সতর্ক করা হয়েছিল। তিনি তা না মেনে বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


উল্লেখ্য, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর আগেও তিনি ২ টাকা কেজিতে চাল বিক্রি করেছেন।




Post Top Ad

Responsive Ads Here