বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন: পাইপ বিনষ্ট, জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন: পাইপ বিনষ্ট, জরিমানা

বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন: পাইপ বিনষ্ট, জরিমানা
বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন: পাইপ বিনষ্ট, জরিমানা


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর):

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ জব্দ ও বিনষ্ট করেছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩০০ মিটার পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। বৃষ্টি উপেক্ষা করে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।


এর আগে গত ৯ সেপ্টেম্বর পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বিল এলাকায় একইভাবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। সেদিন এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৬০০ মিটার পাইপ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”



Post Top Ad

Responsive Ads Here