ভাঙ্গা আসন পুনর্বিন্যাস: আদালতের রুল ও ডিসির চিঠি বিবেচনায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

ভাঙ্গা আসন পুনর্বিন্যাস: আদালতের রুল ও ডিসির চিঠি বিবেচনায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

ভাঙ্গা আসন পুনর্বিন্যাস: আদালতের রুল ও ডিসির চিঠি বিবেচনায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
ভাঙ্গা আসন পুনর্বিন্যাস: আদালতের রুল ও ডিসির চিঠি বিবেচনায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন



নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আদালতের রুল এবং জেলা প্রশাসকের (ডিসি) চিঠি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"যেহেতু রিটের ব্যাপারটা আছে, অতএব, কমিশন রিট এবং ডিসি সাহেবের সুপারিশ বিবেচনায় নিয়ে যেটা আইনগতভাবে প্রযোজ্য, সেটাই ব্যবস্থা নেবে।"


তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি। সচিব জানিয়েছেন, পরবর্তী সময়ে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।


আরো পড়ুন:ভাঙ্গায় আন্দোলনকারীরা শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত করলেন


এর আগে ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নিধারণ করা হয়। নতুন তালিকায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।


এ সিদ্ধান্তের বিরোধিতা করে গত ৪ সেপ্টেম্বর থেকে ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষ মহাসড়ক ও রেলপথ অবরোধসহ আন্দোলন শুরু করে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়।


আরো পড়ুন: ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফেরাতে হাইকোর্টের রুল


সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক সংসদীয় আসন পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। সেখানে উল্লেখ করা হয়, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করে সংসদীয় সীমানা নির্ধারণের প্রয়োজন রয়েছে।


এদিকে ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এলাকাবাসীর পক্ষ থেকে একটি রিট আবেদন করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেন।


আরো পড়ুন:ভাঙ্গায় অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত ১৫০ জন


রুলে জানতে চাওয়া হয়েছে, সীমানা পুনর্নিধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না। এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।




Post Top Ad

Responsive Ads Here