![]() |
| রাঙামাটিতে ষড়যন্ত্র প্রতিরোধে পিসিসিপি’র সচেতনতামূলক লিফলেট বিতরণ |
রাঙামাটি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে “ক্যাম্পেইন ২০২৫” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল - পার্বত্য চট্টগ্রামকে ঘিরে চলমান ও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র সম্পর্কে ছাত্র সমাজকে অবহিত করা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। লিফলেটে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেটে উল্লেখ করা হয়, পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশ অতীতে কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়ে বরং কোটার পক্ষে আন্দোলন করে বিগত স্বৈরাচার সরকারের পাশে অবস্থান নেয়। স্বাধীনতা যুদ্ধকালীন সময়েও চাকমা সম্প্রদায়ের একটি বড় অংশ বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ফলে তাদের কুচক্রীমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তিতে উপজাতি হিসেবে স্বাক্ষর করার পর ২০০৭ সাল থেকে আবার আদিবাসী দাবি করাও ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করা হয়। লিফলেটে শান্তিকামী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে সকল বিভ্রান্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এবং নিজেদের ঐতিহাসিক পরিচয় ও অধিকার রক্ষায় সদা প্রস্তুত থাকে।
পিসিসিপি আরও দাবি করে, বর্তমানে পাহাড়ের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে এখানকার ৫৪ শতাংশ বাঙালি। তাই সংবিধানের আলোকে যদি পিছিয়ে পড়াদের জন্য কোটা চালু করতে হয়, তবে সেটি পাহাড়ের বাঙালিদের জন্য প্রযোজ্য হওয়া উচিত।
নাজমুল হোসেন ইমন/সময়/রাজ

