ফরিদপুরের কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

ফরিদপুরের কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

ফরিদপুরের কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া
ফরিদপুরের কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

 


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোট ও ট্রলার নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাউন্ডবক্সে উচ্চ শব্দে গানের তালে তালে তারা রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র প্রদর্শন করে। 


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা সদরের কুমার নদের প্রায় চার কিলোমিটার এলাকায় অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশতাধিক ট্রলার নিয়ে কিশোর ও তরুণরা এই মহড়া দেয়। বাইসাখালি, চণ্ডীদাসদী, আতাদী ও পূর্ব সদরদী এলাকায় এ সময় ব্যাপক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরের ঐতিহ্য অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনে কুমার নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার পর ঐ আয়োজন বন্ধ হয়ে যায়। পরে ২০০৯ সালে আবার চালু হলেও রাজনৈতিক প্রভাবের কারণে ২০১৮ সাল থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্থানীয় কিশোর-তরুণরা ট্রলার ও স্পিডবোট নিয়ে নিজেরাই উৎসব করে আসছে। তবে এ বছরই প্রথম অস্ত্রের মহড়া দিতে দেখা গেল।


ঘটনার দুটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে স্পিডবোটে থাকা কিশোরদের দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। আরেকটি ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একটি ট্রলার নিয়ে ধাওয়া করলে কিশোররা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।


ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, “নৌকা বাইচ বন্ধ থাকলেও বিশ্বকর্মা পূজার দিনে কিশোর-তরুণরা প্রতিবছর মহড়া দেয়। তবে এ বছর কারা অস্ত্র প্রদর্শন করেছে, তা আমার জানা নেই।”


ওসি মো. আশরাফ হোসেন বলেন, “ঘটনার পর আমরা তাদের আটকের চেষ্টা করি। তবে কেউ ধরা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তারা মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার ও স্পিডবোট ভাড়া করে এখানে এসেছিল। বিষয়টি রাজৈর থানা পুলিশকে জানানো হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।”


Post Top Ad

Responsive Ads Here