বোয়ালমারীতে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, খেলাধুলায় মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

বোয়ালমারীতে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, খেলাধুলায় মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

বোয়ালমারীতে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, খেলাধুলায় মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান
বোয়ালমারীতে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, খেলাধুলায় মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো রায় সাহেব ঈশান চন্দ্র ঘোষ ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।


উদ্বোধনী ম্যাচে অংশ নেন যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব এবং মধুখালী উপজেলার রাজিব স্পোর্টিং ক্লাব। খেলা শুরু হয় শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে।


এসময় প্রধান অতিথি সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “ফ্যাসিস্ট সরকার কেবল রাষ্ট্রীয় অবকাঠামোই নয়, এই দেশের যুবসমাজকেও ক্ষতিগ্রস্ত করেছে। তাদের নেতাকর্মীদের মাধ্যমে পাড়া-মহল্লায় মাদকের আস্তানা তৈরি হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার চর্চা পুনরায় বাড়ানো প্রয়োজন। আসুন মাদককে না বলি এবং পাড়ায় পাড়ায় ফুটবল ও ক্রিকেট টিম গড়ে তুলি। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে তরাণ্বিত করতে হবে।”


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অব) সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু,বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল,বিএনপি নেতা খান মফিজুর কাদের মিল্টন,কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া,জাসাসের সাবেক সভাপতি শাহিন আনোয়ার।


এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. আব্দুর সবুর বাচ্চু,ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার,অধ্যাপক আবুল কালাম আজাদ, আলহাজ্ব সাইফুল ইসলাম ফুল মিয়া, তপন কুমার দাস, মো. রুহুল আমিন মুন্সি, মো. সুবাহান মোল্যা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।


উদ্বোধনী ম্যাচে রাজিব স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে যশোর কাজীপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। আশপাশের কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।



Post Top Ad

Responsive Ads Here