![]() |
ঝিইদহে জামায়াতের সমাবেশ: ‘কল্যাণমুখী সমাজ’ গড়ার বার্তা |
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জামায়াতে ইসলামী আয়োজিত এক ‘সুধী সমাবেশ’ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শনিবার শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর। প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম।
বক্তারা তাদের বক্তব্যে সমাজে সৎ, দেশপ্রেমিক ও কল্যাণমুখী নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাদের দাবি, এমন নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে এবং জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে।
এদিকে, এই সমাবেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, জামায়াতের এই নতুন উদ্যোগ কি রাজনীতিতে কোনো পরিবর্তনের বার্তা বহন করছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শনের কৌশল?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে ‘কল্যাণমুখী রাজনীতি’র এই স্লোগান কতটা প্রভাব ফেলবে - তা সময়ই নির্ধারণ করবে।