![]() |
ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা |
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বিষটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সার্জেন্ট আজাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এক নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউপি চেয়ারম্যান খোকন মিয়াকে। দুই নম্বর আসামি হিসেবে আছেন তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান আরো জানান, সহিংসতায় একটি অ্যাম্বুলেন্স, পুলিশের তিনটি গাড়ি, সার্জেন্টদের কয়েকটি মোটরসাইকেল ও সরকারি স্থাপনা ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে হাইওয়ে পুলিশের একজন উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা ও সালথার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গায় আন্দোলন শুরু হয়।
সর্বশেষ ১৫ সেপ্টেম্বর আন্দোলনকারীরা ভাঙ্গা হাইওয়ে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।