ঢাকায় অভিযান: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকিব গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

ঢাকায় অভিযান: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকিব গ্রেফতার

 

ঢাকায় অভিযান: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকিব গ্রেফতার
ঢাকায় অভিযান: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকিব গ্রেফতার

মো: নাজমুল হোসেন ইমন:

ঢাকায় অভিযান চালিয়ে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকিব ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


শরীয়তপুরের জাজিরা উপজেলার মোমিন আলী ফরাজী কান্দি গ্রামের বাসিন্দা সাকিব ২০২০ সালে অষ্টম শ্রেণির ছাত্র শাকিল মাদবরকে অপহরণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। অপহরণের পর মুক্তিপণ না পাওয়া এবং শাকিলকে হত্যা করে লাশ নির্মাণাধীন রেলসেতুর পাশে পুঁতে রাখা হয়েছিল।


মামলার তদন্ত শেষে আদালত সাকিবকে মৃত্যুদণ্ড দেন। এরপর তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।


২০২৪ সালের ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব কারাগার থেকে পালিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।


এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল (পিপিএম) জানান, “দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর তাকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।” গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here