বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

 

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার
বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক রবিন কাজী (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।


সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় বাবলু কাজীর ছেলে রবিন কাজীর ঘরে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার ঘরের সানসাইডের ওপর রাখা একটি সিলভারের পাতিলের ভেতর থেকে উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন।


অভিযানের সময় রবিন কাজী ঘর থেকে পালিয়ে যায় বলে যৌথবাহিনী জানায়।


যৌথবাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বিদেশী পিস্তল রাখার অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, যৌথবাহিনী রবিন কাজীর ঘর থেকে বিদেশী পিস্তল উদ্ধার করেছে। তিনি বর্তমানে পলাতক আছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


Post Top Ad

Responsive Ads Here