![]() |
জয়পুরহাটে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক দুই নারী |
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া (১০) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী একরামুল হকের স্ত্রীসহ দুই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের পশ্চিমপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া স্থানীয় বটতলী বাজারের সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং শালবন গ্রামের এরশাদ হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় তাসনিয়া। তিন দিন পর শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী একরামুল হকের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা খোঁজ শুরু করেন। পরে গোয়ালঘরে একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর কৌশলে পালিয়ে যায় একরামুল হক। তবে স্থানীয়রা একরামুলের স্ত্রী হাবিবা আক্তার কুমকুমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরেক নারী আজুয়ারাকেও আটক করে পুলিশ।
এ ঘটনায় নিহত শিশুর বাবা এরশাদ হোসেন ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে আজ ভোরে বিক্ষুব্ধ জনতা খুনি একরামুলের বাড়িতে ভাঙচুর চালায়।
ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, “শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুই নারীকে আটক করা হয়েছে। তবে তদন্ত অব্যাহত আছে।”