![]() |
সালথায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা, দর্শকদের ঢল |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হয়ে টানা ৭০ মিনিট ধরে চলে এ খেলা।
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির মিয়ার আয়োজনে এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ বনাম ইউনিয়নের সাধারণ জনগণ। দুই দলের হয়ে মোট ১৬ জন খেলোয়াড় অংশ নেন।
খেলা নির্ধারিত ছিল দুই রাউন্ডে ৩৫ মিনিট করে। প্রতিটি মুহূর্তেই মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা দেখা যায়। সন্ধ্যা ঘনালেও মাঠে ছিল প্রাণবন্ত পরিবেশ।
রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদ দল এক পয়েন্টে এগিয়ে ছিল। তবে রাত হয়ে যাওয়ায় খেলা স্থগিত ঘোষণা করা হয়। বিজয়ী দলের জন্য ছিল ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানারআপ দলের জন্য ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা পরিচালনা করেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, “হাডুডু আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের আয়োজন তরুণদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”