ফরিদপুরে মর্মান্তিক ঘটনা: এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, অন্য ঘরে ঝুলন্ত অন্তঃসত্ত্বা মা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

ফরিদপুরে মর্মান্তিক ঘটনা: এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, অন্য ঘরে ঝুলন্ত অন্তঃসত্ত্বা মা

 

এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, অন্য ঘরে ঝুলন্ত অন্তঃসত্ত্বা মা
এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, অন্য ঘরে ঝুলন্ত অন্তঃসত্ত্বা মা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে তার অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,সুমাইয়া আক্তার (২২),তার ছেলে হুজাইফা (৫)।


পারিবারিক সূত্র জানায়, সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর তার সিজারিয়ান ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল। তিনি ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের রমজান খানের মেয়ে। ২০২০ সালে তার বিয়ে হয় পূর্বকান্দি গ্রামের মোতালেব মুন্সির ছেলে রমজান মুন্সির সঙ্গে।


প্রবাসী রমজান কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। দেশে ফিরে আবার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। তবে নিহতের শ্বশুর মোতালেব মুন্সি দাবি করেন, তাদের দাম্পত্য সম্পর্ক ভালোই ছিল।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান,“শিশুটিকে গলাকাটা অবস্থায় কম্বলে মোড়ানো মৃত অবস্থায় পাওয়া যায় এবং মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।”


সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন,“ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”


একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীরা ভেঙে পড়েছেন। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।




Post Top Ad

Responsive Ads Here