চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

 

চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার গিয়াস উদ্দিন আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের গহিরা হাড়িপাড়া এলাকার বাসিন্দা।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ইপিজেড থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)–এর মামলার (নম্বর–১১) প্রধান আসামি গিয়াস উদ্দিন দোভাষী বাজার এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ এর একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, “গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।”




Post Top Ad

Responsive Ads Here