রাঙামাটির সাংবাদিকদের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমার মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

রাঙামাটির সাংবাদিকদের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমার মতবিনিময়

রাঙামাটির সাংবাদিকদের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমার মতবিনিময়
রাঙামাটির সাংবাদিকদের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমার মতবিনিময়


মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নারী নেত্রী জুঁই চাকমা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— দলটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহসভাপতি শ্যামল চৌধুরী, উপজেলা সভাপতি অমর চাকমা, যুব সংহতির সদস্য সচিব সাইমন ইসলাম এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া প্রমুখ।


সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠন ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক, সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা। 


তিনি বলেন, “আমি যদি নির্বাচিত হই, তাহলে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”


তিনি আরও বলেন, “নির্বাচন যদি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, তবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিপুল ভোটে জয়ী হবে। নির্বাচিত হলে পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে কাজ করব।”


এসময় তিনি কাপ্তাই হ্রদ ড্রেজিং, পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং রাঙামাটিকে একটি পর্যটনবান্ধব আধুনিক নগরীতে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন।



Post Top Ad

Responsive Ads Here