দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন
দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ অক্টোবর) বিকাল ২টার দিকে উপজেলা সদর দোয়ারা পশ্চিম বাজারে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য এডভোকেট সালে আহমদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, আলহাজ এম এ বারী, সামসুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও এখলাছুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম পাশা রিগেন, শ্রমিকদল নেতা লায়েক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব ও সদস্য সচিব সাজিদুর রহমান, বিএনপি নেতা জয়নাল আবেদিন প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের জনগণের মুক্তির সনদ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”


তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির এই ৩১ দফাই হবে মুক্তির পথনির্দেশক।”



Post Top Ad

Responsive Ads Here