![]() |
| তরুণদের প্রশংসনীয় উদ্যোগ: ৩৭ কিলোমিটার মহাসড়কের ঝোপ-ঝাড় পরিষ্কার |
আব্দুল্লাহ আল নোমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে শতাধিক তরুণের এক প্রশংসনীয় ও স্বেচ্ছাশ্রমে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপ-ঝাড় পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।
শুক্রবার সকালে তরুণরা এই কাজ শুরু করেন। তাদের এই জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও সড়ক বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ ৯০ কিলোমিটার মহাসড়কের দুই পাশ ঘন ঝোপ-ঝাড়ে ঢেকে যাওয়ায় পথচারীদের হাঁটাচলার পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। এতে সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। এই সমস্যা সমাধানে এবং সড়ক দুর্ঘটনা রোধের লক্ষ্যেই আমতলী উপজেলার তরুণ সমাজ এই ঝোপ-ঝাড় পরিষ্করণ অভিযান শুরু করার উদ্যোগ নেয়। শুক্রবার তারা ঘটখালী বাস স্ট্যান্ড থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের ঝোপ-ঝাড় পরিষ্কার করেছেন।
এই মহৎ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা এবং আমতলী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর বলেন, "মহাসড়কের দুইপাশের ঝোপ-ঝাড়ের কারণে মানুষের চলাচল ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছিল এবং সড়ক দুর্ঘটনা ঘটছিল। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা শতাধিক তরুণ স্বেচ্ছাশ্রমে ঝোপ-ঝাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। শুক্রবার পাঁচ কিলোমিটার সড়ক পরিষ্কার করা হয়েছে এবং এই কাজ অব্যাহত থাকবে।"
তরুণদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তারা। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, "তরুণরা অত্যন্ত ভালো একটি উদ্যোগ নিয়েছে। এর ফলে একদিকে সরকারের অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমবে।" পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহ বলেন, "যে কাজটি সড়ক বিভাগের করার কথা, সেই কাজটি তরুণরা স্বেচ্ছায় করেছেন—এটা অত্যন্ত ইতিবাচক। এই উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। তরুণরা এভাবে এগিয়ে এলে দেশ আরও এগিয়ে যাবে।"

