বোয়ালমারীতে রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

বোয়ালমারীতে রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

বোয়ালমারীতে রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির
বোয়ালমারীতে রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করলো রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাস। 


শুক্রবার (২৪ অক্টোবর) বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের সূর্যোগ দারুল হাদিস মাদ্রাসায় এই বিশেষ সেবা প্রদান করা হয়। প্রাইম ব্যাংক আই হসপিটালের কারিগরি সহায়তায় রোটারি ক্লাব এই শিবিরের আয়োজন করে।


ক্যাম্পে বোয়ালমারী, সালথা, কাশিয়ানী এবং মুকসুদপুরসহ চারটি উপজেলার প্রায় চার শতাধিক দরিদ্র নারী, বিধবা, প্রবীণ ব্যক্তি, কৃষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ গুরুত্ব সহকারে সেবা দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজনীয় চশমা বিতরণ, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বিশেষত ক্যাটারাক্ট বা ছানি রোগী শনাক্ত করা।


এ সময় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের সভাপতি রোটারিয়ান ভাস্কর রঞ্জন সাহা বলেন, "দারিদ্র্য, সচেতনতার অভাব এবং চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে অনেকেই সময়মতো চোখের প্রয়োজনীয় চিকিৎসা পান না। এই বাস্তবতাকে সামনে রেখেই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে আমাদের ক্লাব এই প্রান্তিক অঞ্চলে চিকিৎসা শিবিরের আয়োজন করেছে।" তিনি প্রাইম ব্যাংক আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।


চক্ষু চিকিৎসা শিবিরে রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী সাইফুল হক, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মুশফিকুর রহমান, রোটারিয়ান মোহাম্মদ মঞ্জুর উল করিম, সাধারণ সম্পাদক রোটারিয়ান হাদী মিজান আল হোসেন, রোটারিয়ান রাজিব, রোটারিয়ান কাজী ফারুক আহমেদ (সার্জেন্ট-অ্যাট-আর্মস), আরসিসি প্রকল্প নেতা সৈয়দ নাঈম আলী এবং সূর্য্যাগ দারুল হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোল্লা শাহীদ প্রমুখ উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব সূত্রে জানা গেছে, ক্যাম্পে শনাক্ত হওয়া ছানি (ক্যাটারাক্ট) রোগীদের পরবর্তীতে প্রাইম ব্যাংক আই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।



Post Top Ad

Responsive Ads Here