![]() |
| প্রেমের টানে পাকিস্তানি তরুণী ফাইজা এখন বাংলাদেশে |
নওগাঁ প্রতিনিধি:
ভালোবাসার টানে সীমানা মানেনি পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ। ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি আর ভাষার ব্যবধান পেরিয়ে ভালোবাসার টানে তিনি এসেছেন বাংলাদেশে। নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামের তরুণ রবিউল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ভিড় করছেন স্থানীয় কৌতূহলী মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বহলা গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে রবিউল ইসলাম জীবিকার তাগিদে রাশিয়া যান। অন্যদিকে পাকিস্তানের নাগরিক ফাইজা আমজাদও পড়াশোনার জন্য রাশিয়ায় অবস্থান করছিলেন। সেখানেই দুজনের পরিচয়, বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
রবিউল ইসলাম বলেন, “রাশিয়ায় কাজের সুবাদে গেলে ২০২৩ সালে ফাইজার সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হয়। বিষয়টি ফাইজার পরিবারকে জানালে প্রথমে তারা একটু দ্বিধায় ছিলেন, পরে রাজি হয়ে যান। অবশেষে গত ২২ আগস্ট পাকিস্তানে আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।”
পাকিস্তানি নববধূ ফাইজা আমজাদ বলেন, “রবিউলকে আমি খুব ভালোবাসি। তার পরিবারের সবাই আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। এখানে এসে খুব ভালো লাগছে। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক। আমি ভবিষ্যতে এখানকার নাগরিক হয়ে চিকিৎসা পেশায় যুক্ত হতে চাই।”
রবিউলের বাবা আব্দুল মণ্ডল বলেন, “ছেলের বউকে খুব ভালো লেগেছে। সে ভীষণ ভদ্র ও মিশুক। তাকে দেখতে প্রতিদিন অনেক মানুষ আসে। সবাই তার প্রশংসা করছে।”
এ বিষয়ে শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, “রবিউল ও ফাইজা আমার কার্যালয়ে এসেছিলেন। তারা জানিয়েছেন, দুজনই ভালোবেসে বিয়ে করেছেন। আমরা তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করি।”
এর আগে বিদেশি তরুণীরা বাঙালি প্রেমিকের টানে বাংলাদেশে আসার ঘটনা শোনা গেলেও এবার সেটি প্রত্যক্ষ করে অভিভূত স্থানীয়রা।

