
বাঁশখালীতে জমি বিরোধে বৃদ্ধ খুন, স্ত্রী-কন্যা আহত: গ্রেপ্তার ৩
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় জাকির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।এ ঘটনায় নিহতের স্ত্রী ও কন্যা আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে। নিহত জাকির হোসেন ওই এলাকার মোজাফফর আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,“পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
তিনি আরও জানান,“ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন —গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে নুরুল আবছার,তার ভাই নুরুল আক্তার,এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম বলেন,“দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে সেই বিরোধের জেরে সংঘর্ষে জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়।”
নিহতের ছেলে জাবের হোসেন রায়হান অভিযোগ করে বলেন,“আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মা ও বোন বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। আমরা পেছন থেকে যারা ইন্ধন দিয়েছে, তাদেরও বিচারের দাবি জানাচ্ছি।”
