আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি হামলায় দম্পতি হাসপাতালে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৩, ২০২৫

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি হামলায় দম্পতি হাসপাতালে

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি হামলায় দম্পতি হাসপাতালে
আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি হামলায় দম্পতি হাসপাতালে


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন— ওই এলাকার মৃত ছিরু শেখের ছেলে ওবায়দুর রহমান (৩৮) ও তার স্ত্রী শারমিন বেগম (৩০)। বর্তমানে তারা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


সোমবার (৩ নভেম্বর) সকালে আহত ওবায়দুর রহমানের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওবায়দুর রহমানের স্ত্রী শারমিন বেগমের সঙ্গে প্রতিবেশী আরিফুল মোল্যার স্ত্রী মর্জিনা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল।


এর জের ধরে রোববার রাতে আরিফুল মোল্যা, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে হাবিবুর রহমানসহ আরও কয়েকজন ওবায়দুর রহমানের বাড়িতে প্রবেশ করে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়।


প্রথমে তারা ওবায়দুর রহমানকে পিটিয়ে গুরুতর জখম করে, পরে স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে শারমিন বেগমকেও মারধর করে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।




স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার মূল অভিযুক্ত আরিফুল মোল্যা (৪০) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিকবার তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া, তার বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালামাল বিক্রির অভিযোগও রয়েছে।


অভিযুক্তের বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয়রা জানান, আরিফুল মোল্যা ও তার সহযোগীদের দৌরাত্ম্যে এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।



Post Top Ad

Responsive Ads Here