![]() |
| দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র রাহিম (৭) এবং মহিউদ্দিনের পুত্র মোহাম্মদ (৮)। তারা দু’জনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট দূরে জনৈক সাঈদ মিয়ার বাড়ির পাশে অবস্থিত একটি পুকুরের ধারে যায়। সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ পানিতে পড়ে যায় তারা।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ইব্রাহীম আলী নামে এক ব্যক্তি পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা দ্রুত শিশু দু’জনকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,“এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”
ঘটনাটিতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুদের মৃত্যুতে পরিবারসহ গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

