![]() |
| সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ |
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোট ৭৫০ জন কৃষককে বিভিন্ন প্রকার বীজ ও সার প্রদান করা হয়।এর মধ্যে —৫৫০ জন কৃষককে প্রতি জনে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার,১৭০ জন কৃষককে প্রতি জনে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার,৩০ জন কৃষককে প্রতি জনে ৮ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুন সরকার।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, “২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আজ ৭৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদের মাঝেও বীজ ও সার প্রদান করা হবে।”

