মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে; ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে; ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

 

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে; ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে; ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে থাকা একটি পিকআপকে ধাক্কা দিয়েছে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। 


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে অবৈধ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পিকআপটি (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) অবৈধ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনের ওপর আটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে জোরালো ধাক্কা দিলে সেটি প্রায় ১৫–২০ গজ দূরে গিয়ে দুমড়ে-মুচড়ে পড়ে।


দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৪০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে মহানগর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।


সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি বলেন, “অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় পিকআপের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ট্রেন এসে ধাক্কা দেয়। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”


দুর্ঘটনাটি আবারও অবৈধ রেলক্রসিংয়ের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করেছে বলে মন্তব্য স্থানীয়দের।

Post Top Ad

Responsive Ads Here