
চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ মক্কা ফিলিং স্টেশন এলাকার সামনে তল্লাশির সময় তাদের আটক করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ইমরান শেখ (৩১) — পিকআপ চালক,মো. কিরণ (৩০) — সহকারী।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, “অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।”
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ওসি গোলাম সরোয়ার।
