![]() |
| কক্সবাজারে পুলিশ হেফাজতে টেকনাফের ইউপি সদস্যের মৃত্যু |
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, রেজাউল করিম টেকনাফের আলোচিত সাবেক ইউপি সদস্য ইউনুস হত্যা মামলার ৫নং আসামি ছিলেন। গত ৩ ডিসেম্বর তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে র্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।
রেজাউল করিমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

