![]() |
| দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি–সাধারণ সম্পাদক বহিষ্কার |
নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি:
দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাকে পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি মারশেকুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি এবং শাহিদুল ইসলাম সবুজকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জরুরি সভায় উপস্থিত সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ক্লাবের তহবিল থেকে অসংগতিপূর্ণভাবে প্রায় ২২ লাখ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে। বারবার লিখিত অনুরোধ সত্ত্বেও তারা কোনো হিসাব-নিকাশ উপস্থাপন করেননি। তদন্তেও অভিযোগের সত্যতা মিলেছে বলে জানা গেছে।
এ ছাড়া সাধারণ সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে প্রেসক্লাবের একটি কক্ষের ডিড জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে নির্বাহী কমিটির সভায়। অন্যদিকে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতি আবু বকর সিদ্দিক বেশকিছু সাংবাদিককে “ফ্যাসিস্ট” ও “নাশকতা পরিকল্পনাকারী” হিসেবে অভিহিত করেন—যা প্রেসক্লাবের ভাবমূর্তির জন্য গুরুতর ক্ষতিকর বলেও মনে করেন সদস্যরা।
সভায় আরও অভিযোগ আসে, তারা দুইজন দীর্ঘদিন ধরে সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং একাধিকবার প্রেসক্লাবের নীতিমালা লঙ্ঘন করেছেন। এসব অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সদস্যরা জানান, প্রেসক্লাবকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সুশৃঙ্খল সংগঠন হিসেবে পুনর্গঠনের স্বার্থে এই ব্যবস্থা জরুরি হয়ে পড়েছিল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও সভায় উত্থাপিত হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আবু বকর সিদ্দিক ও মাসুদ রানার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

