সিএমপির ১৬ থানার ওসি বদলি: জাতীয় নির্বাচনের আগে বড় রদবদল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০৬, ২০২৫

সিএমপির ১৬ থানার ওসি বদলি: জাতীয় নির্বাচনের আগে বড় রদবদল

 

সিএমপির ১৬ থানার ওসি বদলি: জাতীয় নির্বাচনের আগে বড় রদবদল
সিএমপির ১৬ থানার ওসি বদলি: জাতীয় নির্বাচনের আগে বড় রদবদল

মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর আওতাধীন ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে লটারির মাধ্যমে ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ নিজ হাতে লটারি ড্র পরিচালনা করেন।


সিএমপি কমিশনার বলেন, “রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই এই পরিবর্তন। তবে সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”


লটারির মাধ্যমে যেসব থানায় ওসি পরিবর্তন হয়েছে—

-কোতোয়ালী থানা: ওসি আব্দুল করিম → পাঁচলাইশ

-বাকলিয়া থানা: ওসি সোলায়মান → বাকলিয়া

-পাঁচলাইশ থানা: ওসি সোলায়মান → বদলি হয়ে বাকলিয়া

-সদরঘাট থানা: ওসি আব্দুর রহিম → বন্দর

-বন্দর থানা: ওসি মোস্তফা আহম্মেদ → পতেঙ্গা

-চান্দগাঁও থানা: ওসি জাহেদুল কবির → বদলি হয়ে বায়েজিদ

-বায়েজিদ থানা: ওসি জসিম উদ্দিন → চান্দগাঁও

-খুলশী থানা: ওসি শাহীনুর আলম → কর্ণফুলী

-কর্ণফুলী থানা: ওসি জাহেদুল ইসলাম → খুলশী

-ডবলমুরিং থানা: ওসি বাবুল আজাদ → চকবাজার

-চকবাজার থানা: ওসি শফিকুল ইসলাম → সিটিএসবিতে পদায়ন

-হালিশহর থানা: ওসি নুরুল আবছার → পাহাড়তলী

-পাহাড়তলী থানা: ওসি জামির হোসেন জিয়া → ডবলমুরিং

-আকবরশাহ থানা: ওসি আরিফুর রহমান → সদরঘাট

-পতেঙ্গা থানা: ওসি কাজী সুলতান আহসান → হালিশহর

-ইপিজেড থানা: ওসি কামরুজ্জামান → আকবরশাহ (নতুন কর্মকর্তা আসছে)


এ রদবদলে সিএমপির ১৬টি থানায় নতুন নেতৃত্ব আসায় স্থানীয় প্রশাসনে নতুন গতির সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



Post Top Ad

Responsive Ads Here