![]() |
| সদরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ৩০ বিঘা জমি দখলের অভিযোগ |
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামে জাল দলিল ব্যবহার করে প্রায় ৩০ বিঘা জমি জবরদখলের অভিযোগ উঠেছে সাবেক সেনা সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাচ্চু খালাসী, তার ভাই মোশা খালাসী এবং দুই ছেলে রুবেল ও সোহেল খালাসীর বিরুদ্ধে। ভুক্তভোগীর সংখ্যা অন্তত ২০ জন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব জমি ভোগ দখলে রেখেছেন অভিযুক্তরা। সরকার পরিবর্তনের পর জমির মালিকরা পুনরায় চাষাবাদের জন্য জমিতে গেলে গত রবিবার তাদের ওপর হামলা চালানো হয়। এতে সিরাজ ফকিরসহ তিনজন গুরুতর আহত হন। পরে সিরাজ ফকির সদরপুর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শুকুর হাওলাদার জানান, “আমাদের প্রায় এক একর জমি দখলে রেখেছে বাচ্চু খালাসীর লোকজন। জমিতে গেলে হুমকি দেয় ও তাড়িয়ে দেয়।”
অন্য ভুক্তভোগী ওয়াহেদ মোল্লা, জিয়াউদ্দিন বেপারী, রফিকুল ইসলাম ও খবির উদ্দিন হাওলাদার বলেন, “ওয়ার্ড আওয়ামী লীগ নেতার প্রভাব দেখিয়ে প্রায় ১০ বছর ধরে ৩০ বিঘা জমি জোরপূর্বক দখলে রেখেছে তারা। প্রতিবাদ করলে মারধর ও হুমকি দেয়। আমরা এর বিচার চাই।”
এ বিষয়ে চরনাসিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মাদবর জানান, “বাচ্চু খালাসী ও তার সহযোগীরা দুষ্ট প্রকৃতির লোক। অনেক আগেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। বর্তমান ঘটনার বিষয়ে কিছু জানি না।”
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জমি দখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি ও নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

